
Saif Ali Khan: মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের মধ্যে সমন্বয়ের অভাবেই কি এগোচ্ছে না তদন্ত? উঠছে প্রশ্ন
ABP Ananda Live: ফ্ল্য়াটেই আক্রান্ত অভিনেতা সেফ আলি খান! ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ১। অভিযুক্তকে আটক করেছে মুম্বই পুলিশ। আটক করার পর তাকে বান্দ্রা থানায় নিয়ে এসে চলছে জিজ্ঞাসাবাদ।
হামলায় আহত সেফ আলি খানকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেফকে পর্যবেক্ষণে রেখেছেন লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের টিম। সেফের উপর হামলার তদন্ত নিয়ে মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের মতভেদ প্রকাশ্যে। ঘটনার ৫ ঘণ্টা পর জানানো হয়েছিল ক্রাইম ব্রাঞ্চকে, অভিযোগ ক্রাইম ব্রাঞ্চের, খবর সূত্রের। মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের মধ্যে সমন্বয়ের অভাবেই কি এগোচ্ছে না তদন্ত? উঠছে প্রশ্ন। বান্দ্রা পুলিশ সব তথ্য দিচ্ছে না, অভিযোগ ক্রাইম ব্রাঞ্চের।
তৃণমূল কাউন্সিলরের বহুতল বাড়ি বেআইনি ! গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের
বহুতল বিপর্যয়ে তোলপাড়ের মধ্যেই এবার শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িই অবৈধ। সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাড়ির একটি ফ্লোর অবৈধ, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আগে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েও পরে বৈধ বলে ঘোষণা পুরসভার। এমনই গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।
সজল ঘোষের অভিযোগ, অনন্যা বন্দ্যোপাধ্যায় দু'তলা একটি বাড়ি কিনেছিলেন। কোনও বৈধ কাগজপত্র ছিল না। পরবর্তীতে পাঁচতলা হয়ে যায় সেই বাড়ি। সম্ভবত চারতলা অবধি বাড়ি করার অনুমতি ছিল। এরপর বাড়ির পিছনের জমি অনন্যা কিনে নেন বলে অভিযোগ সজল ঘোষের। একত্রীকরণ হয় জমির। সজল ঘোষের আরও অভিযোগ, সন্তোষপুরে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের পুরো বাড়িটাই বেআইনি ভাবে দাঁড় করানো হয়েছে। পুরসভার কয়েকদিন আগের এমআইসি মিটিংয়ে এই বাড়িকে বৈধ ঘোষণা করা হয়েছে। সজল ঘোষের কথায়, মেয়র বলেছেন, পুরসভার বেআইনি নির্মাণের সঙ্গে কাউন্সিলরদের কোনও যোগাযোগ নেই। অথচ কাউন্সিলররা নিজেদের নামে এইসব বেআইনি নির্মাণ করছেন। এটাই তার সবচেয়ে বড় প্রমাণ।