Salman Khan : সলমন খানের বাড়িতে ফের অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ,গ্রেফতার ১ | ABP Ananda Live

ABP Ananda Live: সলমন খানের বাড়িতে ফের অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ । এক মহিলাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ, খবর মুম্বই পুলিশ সূত্রে। অভিযুক্ত মহিলাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০ মে সলমনের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করে আরও একজন। ছত্তিশগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার সিং অনুপ্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ। সন্ধে ৭.১৫-তে ওই ব্যক্তি সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। জিতেন্দ্র কুমার সিংয়ের বিরুদ্ধেও মামলা দায়ের করে তদন্তে পুলিশ।

 

"অন্ততপক্ষে ২টি তলা ভাঙুন,'' জয়ন্ত সিংহের বাড়ি ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতির

 আড়িয়াদহের ত্রাস তৃণমূলকর্মী জয়ন্ত সিংয়ের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ছবি আগেই সামনে এসেছিল। কামারহাটির প্রতাপ রুদ্র লেনের উপর এই হল তৃণমূলকর্মী জয়ন্ত সিংহের দুধসাদা অট্টালিকা। স্থানীয় সূত্রে খবর, এই বেআইনি বাড়ি নিয়ে পুরসভার কাছে ছিল না কোনও রেকর্ড। পরবর্তীতে, ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছ থেকে পাওয়া রেকর্ডে দেখা যায়, জমিটি দিলীপ মুখোপাধ্য়ায় নামে এক ব্য়ক্তির নামে রয়েছে। যদিও, পরবর্তীকালে সেই দিলীপ মুখোপাধ্যায়ের কোনও খোঁজ পাওয়া যায়নি। তৃণমূলকর্মী জয়ন্ত সিংয়ের বাড়ির ছবি সামনে আসার পরই প্রশ্ন উঠেছিল, এই বাড়ি যখন তৈরি হচ্ছিল, তখন পুরসভা কী করছিল? গত মঙ্গলবার আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহের বেআইনি সাদা অট্টালিকা ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার সময়সীমা বাড়ানোর আবেদন জানাল কামারহাটি পুরসভা। এই আবেদনের প্রেক্ষিতে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, "এক মাসের মধ্যে অনেক কিছু করা যায়, অন্ততপক্ষে ২টি তলা ভাঙুন। তারপরে এসে সময় চান, নিশ্চয় বাড়িয়ে দেব। এমন পদক্ষেপ নিন, যাতে আমরা বুঝতে পারি আপনাদের কাজ করার সদিচ্ছা রয়েছে।''  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola