ABP News

Saif Ali Khan: অভিনেতার উপর হামলা। গভীর রাতে সেফের মুম্বইয়ের বাড়িতে ছুরি নিয়ে ঢুকে চড়াও

Continues below advertisement

ABP Ananda Live: মাঝরাতে নিজের ফ্ল্য়াটেই আক্রান্ত হলেন অভিনেতা সেফ আলি খান! অভিনেতার শরীরের ছ'জায়গায় ছুরি দিয়ে কোপ মারা হয়েছে। ঘাড়ে দশ সেন্টিমিটারের ক্ষতের পাশাপাশি, আঘাত রয়েছে হাতেও। রাতেই তড়িঘড়ি অটোরিকশায় করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেফকে। অপারেশনের পর আপাতত তিনি বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও, কে, কেন সেফের বাড়িতে মাঝরাতে এভাবে হামলা চালাল, নেপথ্য়ে কোন ঘটনা রয়েছে, তা নিয়ে দানা বাঁধছে রহস্য়!

 

প্রসূতি মৃত্যুতে তোলপাড়, 'সাসপেন্ড ১২জন ডাক্তার', ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে, মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালের প্রসূতি মৃত্য়ুর ঘটনায়, ছজন সিনিয়র ডাক্তার এবং ছজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করল রাজ্য় সরকার। এই বারোজনের মধ্য়ে আছেন, মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সুপারও। আজ সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। তিনি দাবি করেছেন, স্বাস্থ্য় দফতর ও CID, দুটো তদন্তেই চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, তাই এই পদক্ষেপ নেওয়া হল। পাশাপাশি এই বারোজন চিকিৎসকদের বিরুদ্ধে আগামীদিনে CID, FIR করবে । যদিও চিকিৎসকদের পাল্টা দাবি, নিষিদ্ধ স্য়ালাইনে প্রসূতি মৃত্য়ু ঘিরে যে বিতর্ক চলছে, তা থেকে নজর ঘোরাতেই এই সাসপেনশনের চক্রান্ত করেছে রাজ্য় সরকার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram