Film Star: নিজের নিজের ফ্যাশন ব্র্যান্ডে নানা ডিজাইনের পোশাক নিয়ে হাজির হন তারকারা, আজ তাদের ফ্যাশনের আয়নাতেই চোখ রাখা যাক
Continues below advertisement
বলিউডের তারকাদের ফ্যাশনে নিত্যনতুন চমক সম্মোহিত করে তাঁদের অনুরাগীদের। বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসেবে বিজ্ঞাপনে শুধু অংশ নেওয়াই নয়, বহু তারকার রয়েছে নিজস্ব ক্লোদিং লাইন। দীপিকা, অনুষ্কা, আলিয়া, হৃতিক থেকে শুরু করে সলমন খান, নিজের নিজের ফ্যাশন ব্র্যান্ডে নানা ডিজাইনের পোশাক নিয়ে হাজির হন তারকারা। চলুন, আজ তারকাদের ফ্যাশনের আয়নাতেই চোখ রাখা যাক।
Continues below advertisement