Chiranjeet Chakraborty: মিঠুনের সঙ্গে আমার বন্ধুত্বের মধ্যে রাজনীতি নেই, তবে ওকে নিয়ে সিনেমা করব না

Chiranjeet: 'বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না...'। এই সংলাপ মনে করলেই বাংলায় যে অভিনেতার কথা মনে পড়ে, তিনি চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet)। বর্ষীয়ান এই অভিনেতাকে যদি কেবল রুপোলি পর্দা আর রাজনীতির গন্ডিতে বেঁধে ফেলা যায়, তাহলে বোধহয় সবটা চেনা হয়ে ওঠে না তাঁর ব্যক্তিত্বকে। চিরঞ্জিতের উল্টোপিঠে রয়েছেন দীপক। যাঁর ব্যক্তিত্বে জড়িয়ে রয়েছে চিত্রশিল্প, স্থাপত্য, বিজ্ঞান টলিউড নিয়ে আবেক, অনুভূতি আরও কত কী... এবিপি লাইভ শুনল, দীপকের মনের কথা।

বর্তমানে টলিউডে গল্প বলার ধারা বদলেছে, আঙ্গিক বদলেছে। সবটাই সামনে থেকে দেখেছেন চিরঞ্জিৎ। এই পরিবর্তন নিয়ে তাঁর কী মত? চিরঞ্জিৎ বলছেন, 'এখন আর কমার্শিয়াল ছবি হচ্ছে না। হলে মানুষ তা দেখতেন। একসময় সাড়ে সাতশো হাউজ় ছিল, সিনেমাহল.. সেটা বন্ধ হতে হতে ৪০টা হয়ে গিয়েছে। মানুষ দেখলে এই পরিস্থিতি তৈরি হত না। এর অর্থ, আমরা এমন কিছু জিনিস সেইসব দোকানে দিয়েছি, যা ওদের জিনিস নয়। কেউ কেনেনি। প্রায় বছর ২০ এই পরিস্থিতি গিয়েছে। তার আগে কমার্শিয়াল ছবি হত। আমার বেশ কিছু ছবি ভীষণ চলেছে তবে সেগুলো সব বদনামের ছবি। 'বেদের মেয়ে জোৎস্না' বদনাম কুড়িয়েছিল অথচ সেই ছবিটাই এত হিট! ১টাকা ৪৫ পয়সা টিকিটের সময় ওই ছবি ১১ কোটি টাকার ব্যবসা করেছিল।'

অকপট চিরঞ্জিৎ- পর্ব ২ প্রথম পর্বের সাক্ষাৎকার শুনে নিন   

 • Chiranjeet Exclusive: পালটে গেছে কী? ...  

#chiranjeetchakraborty #mithunchakraborty #tollywoodexclusive #BengaliNews #bengalientertainment

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola