Projapati:উৎসব মুখর শহরে মুক্তি পেল দেব ও মিঠুন চক্রবর্তীর 'প্রজাপতি', উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা। Bangla News

Continues below advertisement

শহর কলকাতা এখন উৎসব মুখর। সামনেই বড়দিন, তারপর নতুন বছর। রাস্তাঘাট সাজছে আলোয়। আর আজ এই উৎসবের রাস্তা আরও আলোকিত হল দেবের (Dev) অনুরাগীদের উচ্ছ্বাসে। ২৩ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেল দেব ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছবি 'প্রজাপতি' (Projapati)। আর একঝাঁক রঙিন প্রজাপতি আজ ডানা মেলে উড়ল সাউথ সিটি থেকে নবীনা প্রেক্ষাগৃহের উদ্দেশে। উপরি পাওনা, ২৫ ডিসেম্বর দেবের জন্মদিনের (Happy Birthday Dev) আগাম সেলিব্রেশন। কেক কাটা, বাজনা সবের মিশেলে চলল উদযাপন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram