Dear Maa: তিন খুদের আড্ডায় 'ডিয়ার মা', দেখুন ভিডিয়ো | ABP Ananda LIVE

ABP Ananda LIVE : মা আর মেয়ের ভালবাসার অন্বেষণের মাঝে অনেক ছোট ছোট মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে ডিয়ার মায়ের শ্যুটিংয়ে। মজাদার সেই সব ঘটনার কোলাজ তৈরি হল পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে তিন খুদের আড্ডায়।

 

মুর্শিদাবাদের নবগ্রামে ক্যান্সার আক্রান্ত রোগীকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যাওয়া হল হাসপাতালে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা বেহাল, তাই গ্রামে ঢুকছে না অ্যাম্বুল্যান্স বা কোনও গাড়ি। তাই মুমুর্ষু রোগীকে নিয়ে যেতে ভরসা খাটিয়া। ভাইরাল ছবি ঘিরে নিন্দার ঝড়।

ক্যান্সার আক্রান্ত রোগীকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যাওয়া হল হাসপাতালে। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের নবগ্রাম। স্থানীয় সূত্রে খবর, এই ছবি নবগ্রামের টিকনড়া রায়পাড়া গ্রামের। পরিবার সূত্রে খবর, ক্যানসার আক্রান্ত ওই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলেও গ্রামে ঢুকতে পারেনি অ্যাম্বুল্যান্স। বাধ্যা হয়ে পরিজনরা খাটিয়া করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের সময় শুধুমাত্র প্রতিশ্রুতি মেলে, কিন্তু কাজের কাজ হয় না। তাই ঘরে ঘরে খাটিয়া রাখতে হয়। মঙ্গলবার খারাপ রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান অদিতি মণ্ডল বলেন, "রাস্তাটা সরেজমিনে তদন্ত করে দেখলাম, রাস্তাটার পরিস্থিতি খুব খারাপ। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমিও চেষ্টা করছি, যত তাড়াতাড়ি পারব, রাস্তাটা করে দেব।''

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola