Debashree Roy Exclusive: 'রাজনীতিতে অস্বস্তি হচ্ছিল, অভিনয়ই আমায় দেবশ্রী রায় বানিয়েছে'

একসময় ভাবনাচিন্তা করেই অবসর নিয়েছিলেন এই লাইটস-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে। তারপরে রাজনৈতিক গুরুদায়িত্ব সামলেছেন, রায়দীঘির মানুষের জন্য কাজ করেছেন। তবে একটা সময়ের পরে তাঁর মনে হয়েছে.. এমন অনেক বিষয় রয়েছে এই আঙিনায়, যাকে এখনও আত্মস্থ করতে পারেননি তিনি। তার চেয়ে বরং সেই কাজ অনেক বেশি আপন, যা তিনি শুরু করেছিলেন মাত্র ১১ মাস বয়স থেকে। কেবল অপেক্ষা ছিল একটা পছন্দমতো চরিত্রের। সেই চরিত্রই যেন তাঁর কাছে নিয়ে এসেছিলেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। ওয়েব সিরিজের হাত ধরে ফের সেই লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন দেবশ্রী রায় (Debosree Roy)। শ্যুটিংয়ে অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের ভাবনা. এবিপি লাইভের (ABP Live) সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় অভিনেত্রী।

#abpananda #DebashreeRoy #DebashreeRoyExclusive #ABPExclusive #ABPLiveExclusive #chemistryMashi #Hoichoi #souravchakraborty #WebSeries #Debosreeinwebseries

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola