Dev Exclusive: সাংসদ হল পাচ্ছে না? পাশে না দাঁড়িয়ে সবাই এক সময় হেসেছে : দেব

তখন সদ্য মুক্তি পেয়েছে 'টনিক' (Tonic)। মুক্তির প্রথম রবিবারই নায়কের জন্মদিন, শুভেচ্ছাবার্তায় ভরছে ইনবক্স.. প্রতিবারের মতোই। কিন্তু নায়কের সেই উত্তর দেওয়ার সময় নেই। একের পর এক হল মালিককে ফোন করে চলেছেন তিনি.. 'বলেছিলেন প্রথমদিন হাউসফুল হলে হল দেবেন.. শো বাড়াবেন। এবার হল দিন। আজ আমার জন্মদিন। হল দিন।....'  নাহ.. ক্ষমতা প্রদর্শন নয়, আবদার, অনুরোধ.. টিঁকে থাকার লড়াই। 

তবে লড়াই শব্দটা সাধারণত জুড়ে দেওয়া হয় এমন মানুষদের সঙ্গে, যাঁরা সবে কেরিয়ার শুরু করেছেন। কিন্তু যিনি টলিউডের প্রথম সারির নায়ক, প্রযোজকও, তাঁকেও টিঁকে থাকার লড়াই করতে হয়! হ্যাঁ হয়। নতুন ছবি 'কাছের মানুষ' মুক্তির আগে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ফের প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে মুখ খুললেন, মনের কথা বললেন দেব। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola