Dev Exclusive: রুক্মিণীর সঙ্গে ঠাকুর দেখা হয়নি, মোবাইলেই ভারত-পাক ম্যাচ দেখেছেন দেব

এই ছবি নিয়ে তাঁর আবেগ এতটাই, যে শুধু নামটুকু বললেই বেশ কয়েক মিনিট নিরলসভাবে কথা বলে যেতে পারেন তিনি। শুধুই কথা? নাহ.. সেখানে মিশে থাকে আবেগ, সিনেমার প্রতি ভালবাসা আর বাংলাকে নিয়ে গল্প। যখন সবাই বক্সঅফিসে ছবির ব্যবসার অঙ্ক কষছেন, তখন নাকি তিনি ছবি বানিয়েছেন শুধুই গল্প বলার জন্য! ইতিহাসকে তুলে ধরার জন্য! কতটা সফল হল সেই উদ্দেশ্য? ‘বাঘাযতীন’ মুক্তির পরে, এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই বিচারে বসলেন দেব (Dev)।

#Dev #Baghajatin #Tollywood #ABPExclusive #DevExclusive #TollywoodExclusive

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola