Dev Exclusive Interview: বাংলায় ভাল কাজ আর সম্মান পেলে বলিউডে যাব কেন: দেব | ABP Live Exclusive
ABP Live Exclusive: বর্ষার দুপুরে তখন ক্যামেরার ফ্রেম সেট আর অপেক্ষা, দুইই চলছে। বৃষ্টি না হলেও মেঘলা হয়ে রয়েছে কাচের বাইরের আকাশ। খুব বেশ অপেক্ষা করতে হল না। শ্যাওলারঙা টি-শার্ট পরে হাজির হলেন নায়ক, সঙ্গে নায়িকাও। এক কাপ করে ক্যাপুচিনো আর একটা ইনস্টাগ্রাম লাইভ শেষে শুরু করা গেল আড্ডা। প্রত্যেক ছবিতে নিজেকে ভাঙছেন তিনি, আরও এক ধাপ করে পরিণতও হচ্ছেন। এবিপি লাইভের আড্ডায় পর্দার ব্যোমকেশ থুড়ি দেব যেন আরও বুদ্ধিদীপ্ত, পরিণত, গভীর।
Tags :
Dev Srijit Mukherjee Anirban Bhattacharya Dev Exclusive Interview Byomkesh Entertainment Entertainment News Tollywood Dev Adhikari Byomkesh O Durgo Rohosshyo