Dev-Rukmini: 'কিশমিশ'-এর মিষ্টতার টানে হলমুখী দেব-ভক্তরা।Bangla News
কিশমিশ মুক্তির প্রথম দিনেই অনেকগুলো হলের সামনে দেখা গেল দেব অনুরাগীদের ভিড়। উঠল স্লোগান। দর্শকদের উপরি পাওনা হল দেবের উপস্থিতি। সিনেমার বিরতিতে হলে গিয়ে অনুরাগীদের সঙ্গে কথা বললেন দেব। ভক্তরা সেলফি তুলল তাঁর সঙ্গে। ধরা পড়ল আবেগ, উল্লাস, আনন্দ।
Tags :
ABP Ananda Movie Dev Film ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Rukmini Kishmish Kishmish Movie এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ