DEV: ১১ অগাস্ট মুক্তি পাবে দেবের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য', এবিপি আনন্দের মুখোমুখি হয়ে নতুন তথ্য দিলেন দেব | ABP Ananda LIVE

Continues below advertisement

বড় পর্দায় ১১ অগাস্ট মুক্তি পাবে দেবের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। তারপর হইচই-তে একই কাহিনি অবলম্বনে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিরিজ দুর্গ রহস্য। দেবের আমন্ত্রণে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-র ট্রেলার লঞ্চে সৃজিতও হাজির রইলেন তাঁর ব্যোমকেশ টিমকে নিয়ে। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে  'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' সম্পর্কে নতুন তথ্য দিলেন দেব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram