Srabanti Chatterjee:পাখির চোখ ‘দেবী চৌধুরানী’, তলোয়ার চালানোর প্রশিক্ষণে শ্রাবন্তী, বিবৃতি, অর্জুনরা

ইতিহাসের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা যে কতটা কঠিন.. তা হাতেনাতে বুঝতে পারছেন 'দেবী চৌধুরানী'-র (Devi Chowdhurani) গোটা টিম। চরিত্র নিয়ে প্রস্তুতির তালিকায় রয়েছে ঘোড়ায় চড়া শেখা থেকে শুরু করে তলোয়ার খেলাও। আর পুজোর আগে, কার্যত সাজসজ্জা ভুলে তলোয়ার খেলায় মগ্ন হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee), বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও খোদ পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। সপ্তাহের মধ্যেই জোরকদমে চলছে অনুশীলন? খোঁজ নিল এবিপি লাইভ (ABP Live)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola