Sera Bangali 2023: সেরা বাঙালি ২০২৩-এ লাইফটাইম অ্যাচিভমেন্টের সম্মান পেলেন অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্য়ায়
লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য শ্রেষ্ঠত্বের শিরোপা পেলেন অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্য়ায়। সাহিত্য-সঙ্গীত-অভিনয় থেকে ক্রীড়া-শিল্পকলা-বাণিজ্য-- বিভিন্ন ক্ষেত্রকে প্রতিভার আলোয় আলোকিত করেছেন যাঁরা, সেই কৃতীদের সম্মানিত করা। সেরা বাঙালিকে কুর্নিশ লাইফটাইম অ্যাাচিভমেন্টের জন্য, সম্মানিত করা সেরার সেরা বাঙালিকে। উজ্জ্বল স্বর্ণালী সন্ধ্যায় সেরা বাঙালির সম্মান তুলে দেওয়া হল সেই সব কৃতীদের হাতে, সীমার মাঝেও যাঁরা অসীম। যাঁরা নিজের পরিধির মধ্যে থেকেও কাজে, কর্মে, দক্ষতায় এবং সাফল্যে ছাপিয়ে গিয়েছেন অন্যকে৷ না-এর কাছে কখনও হার মানেননি৷ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের নজির গড়ে যাঁরা শীর্ষে, সেই সব কৃতী বাঙালিকে সম্মান জানিয়ে সম্মানিত হল এবিপি আনন্দ।
Tags :
Bangla News Bangla News Live Sera Bangali Dhritiman Chatterjee ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Lifetime Achievement - Bengali News