Dilip Kumar-Naseeruddin Shah Hospitalized: অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি দিলীপ কুমার, নিউমোনিয়ায় আক্রান্ত নাসিরুদ্দিন শাহও

অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি দিলীপ কুমার (Dilip Kumar)। নিউমোনিয়ায় আক্রান্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহও (Naseeruddin Shah)। দু'জনই এই মুহূর্তে মুম্বইয়ের একই হাসপাতালে ভর্তি রয়েছেন। নাসিরুদ্দিন শাহের ফুসফুসে ধরা পড়েছে সংক্রমণ, জানালেন অভিনেতার স্ত্রী রত্না পাঠক শাহ। পরীক্ষায় এখনও পর্যন্ত কোভিড সংক্রমণের চিহ্ন মেলেনি। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। গত দুই দিন ধরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন নাসিরুদ্দিন। ফুসফুসে একটি দাগ দেখা যাওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির প্রয়োজন করা হয়। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী রত্না পাঠক শাহ এবং সন্তানরা। তাঁর ম্যানেজার জানিয়েছেন, দুই দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওঁর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola