Dostojee : বাংলার গণ্ডি পেরিয়ে বিদেশেও একের পর এক নজির 'দোস্তজী'-র ! কেমন ছিল অভিজ্ঞতা ? এবিপি আনন্দে অকপট পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়
নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে প্রথম বাংলা সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত ছবি দোস্তজী। তাইওয়ানে প্রথম বাংলা ছবি হিসেবে দোস্তজীর থিয়েট্রিকাল রিলিজ হয়েছে। এরপর স্পেনেও প্রথম বাংলা সিনেমা হিসেবে দোস্তজীর থিয়েট্রিকাল রিলিজ হবে। একের পর এক সাফল্যের নজির গড়ে এগিয়ে চলেছে ছবিটি। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় শোনালেন তাঁর অভিজ্ঞতার কথা।