Enteratinment News: টালিগঞ্জে পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দ্বে নতুন মোড়। ABP Ananda Live

Continues below advertisement

Tollywood News: টালিগঞ্জে পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দ্বে নতুন মোড়। রাহুলকে পরিচালক না মানলে অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের। জোর করে কর্মবিরতি অসাংবিধানিক। বিবৃতি পরিচালকদের। টেকনিশিয়ানদের অসহযোগিতা পরিচালকদের জন্য অসম্মানজনক। ফেডারেশন ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক হতে পারে না। বিবৃতিতে সই অপর্ণা, অরিন্দম, কৌশিক, কমলেশ্বর, রাজ চক্রবর্তীদের। বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার সওয়াল শুভেনদুর। প্রতিবাদে দলত্যাগ করে তৃণমূলে যোগ বিজেপির নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতির।বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার সওয়াল শুভেনদুর। প্রতিবাদে দলত্যাগ করে তৃণমূলে যোগ বিজেপির নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতির। নিশিকান্ত, গৌরীশঙ্করের পর একধাপ এগিয়ে বাংলায় ৫ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি বহরমপুরের বিজেপি বিধায়কের। বাংলা ভাঙতে এলে খেলা হবে, পাল্টা দেবাংশু।  চাপের মুখে গ্রেফতার তৃণমূল নেতা, ১২ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত গোপাল তিওয়ারি। হেফাজতেই চাইল না পুলিশ। জামিনের বিরোধিতা করলেন না সরকারি আইনজীবীও। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram