Ditipriya Roy Exclusive: ভুল করে আবির খাইয়ে দিয়েছিল পাড়ার দাদা, হারানো বন্ধুকে খুঁজে পেলেন দিতিপ্রিয়া?

Continues below advertisement

ABP Live Exclusive: ছোটবেলায় আবির মাখাতে গিয়ে ভুল করে খাইয়ে দিয়েছিল পাড়ার দাদা, তারপর থেকে বাইরে রঙ খেলতে ভয় পান তিনি। বন্ধু, পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গেই কাটান রঙের উৎসব। এবিপি লাইভের প্রশ্নে উত্তরে কখনও তিনি স্মৃতি রোমন্থন করলেন মা দুর্গার ভূমিকায় অভিনয় করার, কখনও আবার সোজাসাপ্টা জবাব দিলেন ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের। ফের কবে ধারাবাহিকে? বসন্তে প্রেম এল জীবনে? প্রশ্ন পাঠিয়েছিলেন আপনারা, উত্তর দিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram