দিশা সালিয়ানের বাড়ির পার্টিতে 'ঠাকরে সরকারের এক তরুণ মন্ত্রী'! বিজেপি নেতার ইঙ্গিত কার দিকে?
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-রহস্যের সঙ্গে কি জড়িয়ে রয়েছে রাজনীতি? প্রশ্ন উস্কে দিয়েছে বিজেপি সাংসদ নারায়ণ রাণের চাঞ্চল্যকর অভিযোগ। তিনি অভিযোগে কারও নাম না করলেও, উদ্ধব ঠাকরের ছেলে তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরের সোশাল মিডিয়ায় দেওয়া জবাবে আরও জোরাল হয়েছে জল্পনা।
Tags :
Aaditya Thackeray Narayan Rane ED Abp Ananda Sushant Singh Rajput Death Sushant Singh Rajput BJP