Durga Puja 2022 : রেডিওর স্মৃতি বলতে গেলে সিনেমা বানাব, 'শারদীয়ার আড্ডা'য় অভিনেতা, স্ট্যান্ডআপ কমেডিয়ান সায়ন : ABP Live Podcast

Continues below advertisement

মজার মানুষ RJ সায়ন, কথায় তাঁর জুড়ি মেলা ভার। হাসি,ঠাট্টা,মজায় মুখে হাসি ফুটিয়ে তোলেন সকলের। RJ সায়নকে কে না চেনে! তবে তাঁর জীবনের খুঁটিনাটি চলুন আজ জেনে নেওয়া যাক তাঁর মুখ থেকেই। পুজোর জমজমাট আড্ডা! সাথে সকলের প্রিয় RJ সায়ন। হাসি মজায় পুজোর আড্ডা জমে ক্ষীর।

 

শারদীয়ার আড্ডা এবিপি লাইভ পডকাস্টের একটি পুজো আড্ডা-গপ্পো এবং বিনোদনমূলক  অনুষ্ঠান। যেখানে আপনি দেখতে পারবেন আপনার প্রিয় তারকাদের, জেনে নিতে পারবেন তারকাদের পুজো প্ল্যান থেকে শুরু করে তাঁদের সম্পর্কে টক,ঝাল,মিষ্টি নানান খুঁটিনাটি কাহিনী।শারদীয়ার আড্ডা  আপনাকে নিয়ে যাবে আপনার প্রিয় তারকার খুব কাছে, জানান দেবে তাঁদের সম্পর্কে বহু অজানা তথ্য ও কাহিনী,আর তার সাথেই জমিয়ে হবে পুজোর আড্ডা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram