Durga Puja 2024: পুজোর আড্ডায় আমাদের মাঝে হাজির টোটা রায়চৌধুরী, অম্বরীশ, সোলাঙ্কিএবং সুরজিৎ

ABP Anada LIVE: পুজোর দিনের আলো, মনের মাঝে জ্বালো। অন্ধকারের কলুষতা মুছে যাক। সবার বুকে মানবতা বেঁচে থাক। পুজোয় এবার এটাই প্রার্থনা। আজ পুজোর আড্ডায় আমাদের মাঝে হাজির টোটা রায়চৌধুরী, অম্বরীশ ভট্টাচার্য, সোলাঙ্কি রায় এবং সুরজিৎ চট্টোপাধ্যায়। তোমাদের চারজনকেই শুভ শারদীয়া। 

 

আরও খবর, এবার আর জি কর মেডিক্যালে চিকিৎসক-অধ্যাপকদের গণ ইস্তফা। কিঞ্জল নন্দ স্পষ্ট জানিয়েছেন,'আর জি কর মেডিক্যালের অধ্যক্ষকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে। নবান্ন থেকে বিরূপ প্রতিক্রিয়া এলে, আরও বৃহত্তর আন্দোলন। আশা করব সদর্থক ভূমিকা নেবে রাজ্য সরকার।'এদিন সিনিয়র ফ্যাকাল্টিদের সিদ্ধান্তকে স্বাগত জানালেন জুনিয়র ডাক্তাররা। বললেন, 'আর জি কর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররা গণইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন। থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আর জি কর মেডিক্যাল। আর যাতে কোনও আর জি কর না হয় তার জন্য এই অনশন। সাড়ে ৩ বছরে আর জি কর মেডিক্যালে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল। ১০ দফা দাবিতে ৭ জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola