Tekka: টিম টেক্কার পুজোর গল্প, স্টুডিওয় দেব, স্বস্তিকা সৃজিত। ABP Ananda Live

Entertainment: পুজোর আড্ডায় আজ হাজির টিম টেক্কা। রাত দখল নিয়ে দেবের সঙ্গে স্বস্তিকার মতান্তর হয়েছে। মনান্তর কি হয়েছে? ২০২২এর তুলনায় অনেক কম পুজো রিলিজ হতে দেখছি গত দুবছরে। এটা কেন? হল, স্ক্রিন নিয়ে যুদ্ধ নাকি দর্শক হলমুখো হবেন কিনা সেই দ্বিধা? নাকি বিনিয়োগ নেই ইন্ডাস্ট্রিতে? ঘাটালের তিনবারের সাংসদ দেবের পুজো রিলিজ টেক্কা দেখতে ঘাটালের মানুষেরা হলমুখী হতে পারবেন? বন্যা পরিস্থিতি কেমন? তাঁদের কাছে এবারের পুজোটা কেমন? কী বলছেন দেব, স্বস্তিকা এবং সৃজিত?   

আরও খবর, 

 

পার্কস্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত এসআই। গতকাল থানার রেস্টরুমে মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ ওঠে এসআই অভিষেক রায়ের বিরুদ্ধে। কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথ ও পার্ক স্ট্রিট থানার ওসি-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযোগ পাওয়ার পরেই ক্লোজ করা হয় তাঁকে। অভিষেক রায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়। আজ গ্রেফতার করা হয়েছে ২০০৯ ব্যাচের এই পুলিশ অফিসারকে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola