Film Star: হৃতিক-দীপিকার জুটির কেমিস্ট্রি প্রথমবার হাজির বড় পর্দায়, একান্ত আড্ডায় কী বললেন পরিচালক?
পরিচালকদের মধ্যে অনেকেই দীপিকা পাদুকোণ এবং হৃতিক রোশনের জুটিকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু সবার প্রথমে সেই পরিকল্পনা বাস্তবায়িত করলেন সিদ্ধার্থ আনন্দ। হৃতিক-দীপিকার জুটির কেমিস্ট্রি প্রথমবার হাজির বড় পর্দায়। ভারতীয় বায়ুসেনার বীরগাথা নিয়ে মুক্তি পেল ফাইটার। ছবির প্রচারে একসঙ্গে মঞ্চে হাজির হয়েছেন হৃতিক-দীপিকা। ফাইটারের নেপথ্য কাহিনি থেকে বায়ুসেনার এয়ার বেসে শ্যুটিং...সব উঠে এল ছবিটির মেকিং ভিডিওয়। একান্ত আড্ডায় এই ছবিকে ঘিরে নিজের প্রস্তুতি পর্বের কাহিনি শোনালেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
Tags :
Bollywood Deepika Padukone Hrithik Roshan Fighter ABP Ananda LIVE Entertainment Bollywood Actor Actress