Filmstar: কার মর্জিতে চলবে মির্জাপুর? বন্দুকের নল, ঘোরাবে হাওয়া-কল? ক্ষমতার কুর্সি দখলে কে হবে সফল?

Continues below advertisement

ABP Ananda LIVE: কার মর্জিতে চলবে মির্জাপুর? বন্দুকের নল, ঘোরাবে হাওয়া-কল? ক্ষমতার কুর্সি দখলে কে হবে সফল? কালীন ভাইয়া আর গুড্ডু পণ্ডিতের লড়াইয়ের মাঝে মোহরা হবে কারা? উত্তর মেলানোর দিন, আর বেশি নেই দূর। আড্ডায় নেপথ্য গল্প শোনাল টিম মির্জাপুর। 'ইশক ভিশক রিবাউন্ড' কি ফেরাল শাহিদ-অমৃতার স্মৃতি? নাকি নতুন ছবিতে পুরোনো গল্পের ইতি? আড্ডায় বসে ইশক-ভিশক রিবাউন্ডের গল্প শোনালেন রোহিত, পশমিনা, জিব্রান আর নাইলা গ্রেওয়াল।

লোকসভা ভোটে বিপুল জয়ের মধ্য়েও, তৃণমূলের কাঁটা হয়েছে পুরসভাগুলি! লোকসভা ভোটের ফল অনুযায়ী, শহুরে মানুষের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য়ের শাসক দলের থেকে। এই আবহেই নবান্নে পুর প্রধান ও মন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে নজিরবিহীন ভাবে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী...পুরসভা থেকে পুলিশ...দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ...বিধায়ক থেকে SDO...পুর প্রশাসক থেকে BLRO...নাম ধরে ধরে ভৎসনা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হুঁশিয়ারি দিলেন সরিয়ে দেওয়ার. মানুষ যদি পরিষেবা না পায় সেই পঞ্চায়েত রাখার কী দরকার? পুরসভা রাখার কী দরকার? নবান্ন সভাঘরে পুরসভাগুলির সঙ্গে বৈঠকে এভাবেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী-বিধায়ক এবং পুলিশকেও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram