IIFA 2025-র কারিগর আন্দ্রে টিমিন্স, শাহরুখ-করণ-কার্তিকদের পারফরমেন্স, অ্যাওয়ার্ডস নিয়ে কী বললেন?

ABP Ananda Live: আইআইএফএ-র সহ-প্রতিষ্ঠাতা আন্দ্রে টিমিন্স এবিপি নেটওয়ার্কের সঙ্গে শেয়ার করেছেন কে এই বছরের আইআইএফএ পুরষ্কারের মূল আকর্ষণ কী হবে? শাহরুখ খান, করণ জোহর, কার্তিক আরিয়ানের মতো অভিনেতাদের প্রাপ্ত পুরষ্কার এবং তাদের অভিনয় সম্পর্কে আন্দ্রে টিমিন্সের সঙ্গে সাক্ষাৎকার। কী বললেতে তিনি? আইআইএফএ ২৫ বছরের পুর্তি হিসেবে কী বললেন আইফা-র সহ-প্রতিষ্ঠাতা আন্দ্রে ?

আইফা ২০২৫ তার ২৫ তম বছর পূর্ণ করছে, এবং এই ঐতিহাসিক উদযাপনটি রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হচ্ছে! এই উপলক্ষে, IIFA-এর সহ-প্রতিষ্ঠাতা আন্দ্রে টিমিন্স একটি বিশেষ কথোপকথন করেন, যেখানে তিনি IIFA-এর যাত্রার অশ্রুত গল্প, সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এবং ২০২৫ সালের জন্য বিস্ফোরক পরিকল্পনা শেয়ার করলেন। 

 

আরও খবর,

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ SFI আহত পড়ুয়া ও সম্পাদক অভিনব বসু বলেন, ওঁরা যদি এসে আমাদের সঙ্গে আলাপচারিতায় এঙ্গেজ না করেন, ডায়লগে না যান, সেক্ষেত্রে আমরা অ্যাডমিন শাট ডাউন করতে বাধ্য হব। শেষমেশ এবার সমাধানসূত্র খুঁজতে সোমবার সবপক্ষকে নিয়ে বৈঠক ডাকল বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় AIDSO নেতা  সৌম্যকান্তি ভট্টাচার্য বলেন,কাল ভিসি ডেকেছেন সবপক্ষকে। দেখা যাক কী হয়। 

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রারের তরফে ইমেলে বলা হয়েছে, উপাচার্যের নির্দেশে সোমবার বেলা সাড়ে ১১টায় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকতে বলে এই ইমেল পাঠানো হয়েছে ।উপাচার্য, সহ উপাচার্য, আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বিভাগের প্রধানের পাশপাশি ডিন অফ স্টুডেন্টসকে। পড়ুয়াদের ইউনিয়নের তরফে ২ জন করে প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খোঁজার দাবি এদিন শোনা যায় যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবার মুখেও। 
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola