Mamata Banerjee: মনোজ মিত্রর প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
ABP Ananda Live: মনোজ মিত্রর প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। লিখলেন, 'বঙ্গবিভূষণ মনোজ মিত্রর প্রয়াণে শোকাহত। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই'। সোশাল মিডিয়ায় পোস্ট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মনোজ মিত্রর প্রয়াণে গভীর শোকপ্রকাশ বিরোধী দলনেতার। 'তপন সিংহর বাঞ্ছারামের বাগান, সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, গণশত্রুতে তাঁর অভিনয় চিরস্মরণীয়। তাঁর পরিবার, বন্ধু ও অনুগামীদের গভীর সমবেদনা জানাই', সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর।
আরও খবর, প্রয়াত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র (Manoj Mitra Passes Away)। আজ সকাল ৮টা ৫০ মিনিটে জীবনবসান হয় তাঁর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই নাট্যব্যক্তিত্ব। ৮৬ বছর বয়স হয়েছিল তাঁর। নাট্যকলায় অনন্য অবদানের জন্য ২০১৬ সালে 'সেরা বাঙালি' সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। তপন সিংহের ছবি 'বাঞ্চারামের বাগান'-এ তাঁর অভিনয় চিরদিনের জন্য জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়ে। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মত পরিচালকের বহু ছবিতে অসামান্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।নাট্যমঞ্চেও তিনি কিংবদন্তী। নাটকের সঙ্গে তাঁর ভালবাসা ছিল সেই ছোটবেলা থেকেই। বাঞ্ছারাম কাপালির হাহাকার আজও বাঙালির মনকে কাঁদায়। তিনি আজও আগলে রেখেছেন তাঁর বাগান। নাটকের বাগান। প্রেমটা সেই ছোটবেলার। স্কুল থেকেই নাটক টানত। মেয়ে সেজেও অভিনয় করেছেন। কিন্তু বাবা ছিলেন থিয়েটার-বিরোধী। তবু, তাঁকে আটকানো যায়নি।