ABP News

Akshay Kumar: হেরা ফেরি 3 কবে শুরু হবে? এবিপি লাইভকে কী বললেন অক্ষয় কুমার?

Continues below advertisement

ABP Ananda LIVE: সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়া অভিনীত 'স্কাই ফোর্স' । এবিপি লাইভের সঙ্গে খোলামেলা আড্ডায় অক্ষয়-বীর । আড্ডায় বীর শেয়ার করলেন সিনেমায় অক্ষয়ের সঙ্গে প্রথম আত্মপ্রকাশের কথা। এই আড্ডায় বীর এবং অক্ষয়ের কথায় উঠে এল  এই সিনেমায় বেশ কিছু অ্যাকশন দৃশ্যের কথা । আ়ড্ডায় বীর শেয়ার করলেন সিনেমায় অক্ষয়ের স্টান্টের কথাও । নিজের প্রিয় মিম কী ? তা এই আড্ডায় উঠে এল অক্ষয়ের মুখে।

সেফের বাড়িতে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে মিল নেই শরিফুলের নমুনার! অভিযুক্ত কি আদৌ দোষী?

 

সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনায় নতুন মোড়। সেফ আলি খান ও করিনা কপূরের (Kareena Kapoor Khan)-এর বাড়ি সদগুরু শরণ থেকে পাওয়া আঙুলের ছাপ মিলল না এই ঘটনায় ধৃত অভিযুক্ত শরিফুল ইসলামের সঙ্গে। আর এরপরে প্রশ্ন উঠছে, আদৌ এই ঘটনায় শরিফুল দোষী তো? নাকি তাকে ফাঁসানো হচ্ছে? এই ঘটনার সঙ্গে কি যুক্ত রয়েছেন অন্য কোনও ব্যক্তি? 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram