Allu Arjun : প্রিমিয়ারের সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার, গ্রেফতার আল্লু অর্জুন

Continues below advertisement

ABP Ananda LIVE: গ্রেফতার অভিনেতা আল্লু অর্জুন । গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ । পুষ্পা-২ এর প্রিমিয়ারে গণ্ডগোলের জেরে গ্রেফতার । প্রিমিয়ারের সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার সেই মামলায় গ্রেফতার আল্লু অর্জুন । বানজারা হিলে নিজের বাড়ি থেকে গ্রেফতার সুপারস্টার আল্লু অর্জুন চিক্কাদাপল্লি পুলিশ স্টেশনে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে আল্লু অর্জুনকে

অল্লু অর্জুনের (Allu Arjun) অন্তবর্তী জামিন মঞ্জুর করল তেলঙ্গানা হাইকোর্ট (Telangana High Court)। পুষ্পা ২-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায়, হায়দরাবাদে বানজারা হিলসের বাড়ি থেকেই দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারির পর ১৪ দিনের জেল হেফাজত দিয়েছিল হায়দরাবাদের নিম্ন আদালত। তবে এবার স্বস্তি ফিরল দক্ষিণী সুপারস্টারের।  হাইকোর্টে, গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে FIR খারিজের আবেদন জানিয়েছিলেন অল্লু অর্জুন।শেষ অবধি ৫০ হাজার টাকার বন্ডে আল্লু অর্জুনের জামিন মঞ্জুর করা হয়েছে।

'পুষ্পা টু'-এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায়, অল্লু অর্জুনকে গ্রেফতার করল পুলিশ। তবে বিকেলেই তেলঙ্গানা হাইকোর্টে জামিন পেলেন সুপারস্টার। অভিনেতা বলেই তাঁকে এভাবে ধরা যায় না। মত বিচারপতির।  দুপুরে গ্রেফতার হলেন। বিকেলে নিম্ন আদালত ১৪ দিনের জন্য জেলে পাঠাল। সন্ধেয় হাইকোর্ট জামিন দিয়ে দিল। ৫ ঘণ্টার মধ্য়ে জেল ও জামিন! পুষ্পাকে ঘিরে টানটান নাটক তেলেঙ্গনার বুকে!'ঝুকেগা নেহি...', 'পুষ্পা' সিনেমার তাঁর মুখের এই ডায়লগ ঘোরে মুখে মুখে। কিন্তু 'পুষ্পা টু'-এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায়, শুক্রবার গ্রেফতার হওয়ার পর কিছুক্ষণের জন্য 'ঝুকতে' হল সুপারস্টার অল্লু অর্জুনকে। তবে বিকেলেই তাঁকে জামিন দিল তেলঙ্গানা হাইকোর্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram