Manoj Mitra : 'একটা আলাদা জগৎ সৃষ্টি করেছিলেন থিয়েটারের দুনিয়ায়', মনোজ মিত্রের স্মৃতিচারণায় সোহিনী

Continues below advertisement

ABP Anada Live : মনোজকাকাকে ছোটবেলা থেকে চিনি। বাবার খুব কাছের মানুষ ছিলেন। ছোট থেকে থিয়েটারের সূত্রে পরিচয়। একটা আলাদা জগৎ সৃষ্টি করেছিলেন থিয়েটারের দুনিয়ায়। সম্প্রতি মনোজাগতিক পড়ার সৌভাগ্য হয়েছে। সুস্থতা কামনা করছিলাম।  কিন্তু কালের নিয়মে সবাইকেই একদিন চলে যেতে হয়। 

প্রয়াত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র (Manoj Mitra Passes Away)। আজ সকাল ৮টা ৫০ মিনিটে জীবনবসান হয় তাঁর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই নাট্যব্যক্তিত্ব। ৮৬ বছর বয়স হয়েছিল তাঁর। নাট্যকলায় অনন্য অবদানের জন্য ২০১৬ সালে 'সেরা বাঙালি' সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। 

তপন সিংহের ছবি 'বাঞ্চারামের বাগান'-এ তাঁর অভিনয় চিরদিনের জন্য জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়ে। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মত পরিচালকের বহু ছবিতে অসামান্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।নাট্যমঞ্চেও তিনি কিংবদন্তী। নাটকের সঙ্গে তাঁর ভালবাসা ছিল সেই ছোটবেলা থেকেই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram