Rahool Mukharjee: 'আইন তৈরি করার ক্ষমতা দেশের কোনও প্রতিষ্ঠানের নেই', রাহুল প্রসঙ্গে বললেন পরমব্রত।

Continues below advertisement

Parambrata Chatterjee: এদিন পরমব্রত বলেন, 'আইন তৈরি করার ক্ষমতা দেশের কোনও কোম্পানি, কোনও প্রতিষ্ঠানের, কোনও ব্যক্তি বিশেষের নেই।' ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও, ফের শ্যুটিংয়ে বাধার মুখে পড়লেন টালিগঞ্জের পরিচালক রাহুল মুখোপাধ্যায়। আজ থেকে টেকনিসিয়ান স্টুডিও-তে নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। বাস্তবে দেখা যাচ্ছে, পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ অভিনেতারা পৌঁছে গেলেও আসেননি টেকনিসিয়ানরা। সূত্রের খবর, টেকনিসিয়ানরা অসহযোগিতা করলে পরিচালকরাই সেই কাজের দায়িত্ব নেবেন। বাজেটে বঞ্চনার অভিযোগ, প্রতিবাদ জানিয়েও নীতি-বৈঠকে মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে নীতি আয়োগের বৈঠকে যোগ মমতার। INDIA জোটের ৬ মুখ্যমন্ত্রী যোগ না দিলেও বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী। বলতে দিলে বলব, না হলে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসব, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram