Rahool Mukharjee: পদে পদে বাধা রাহুলের কাজে, নিজেদের অবস্থানে অনড় ফেডারেশন। ABP Ananda Live

ABP Ananda Live: বিতর্কের মুখেও অনড় ফেডারেশন, পরিচালক রাহুলকে বদলালে কাজে ফেরার শর্ত। 'ব্যান' উঠতেই পরিচালক রাহুলের শ্যুটিং 'বয়কটে' টেকনিসিয়ানরা! পদে পদে শ্যুটিংয়ে বাধা, ফ্লোর থেকেই ফিরতে হল প্রসেনজিৎ-অনির্বাণদের! 'ডিরেক্টর রাহুল মুখোপাধ্যায়কে চাই না, উনি ক্রিয়েটিভ প্রোডিউসারই থাকুন'। 'টলিপাড়ার কলাকুশলীদের বঞ্চিত করে শ্যুটিং করলে অসহযোগিতা হবেই'। বঞ্চনার অভিযোগে পরিচালক রাহুলের শ্যুটিংয়ে অংশ নিতে নারাজ টেকনিসিয়ানরা । পদে পদে শ্যুটিংয়ে বাধা, রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে একজোট পরিচালকরা । সোমবার পর্যন্ত টেকনিসিয়ানদের ডেডলাইন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর। রাহুলের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে প্রসেনজিৎ, দেব, কৌশিক, অনিরুদ্ধ, পরমব্রতরা। UPSC-র কোচিং নিতে এসে দিল্লিতে প্রাণ গেল ২ ছাত্রীর । হঠাৎ জলের তলায় ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্ট, ২ ছাত্রীর মৃত্যু। বেসমেন্টে কোচিং সেন্টারের লাইব্রেরিতে হঠাৎ জলমগ্ন, মর্মান্তিক মৃত্যু। হঠাৎ বৃষ্টিতে কীভাবে বেসমেন্টের প্রায় ১২ ফুট জলের তলায়? ভাবে দুর্ঘটনা? ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিল্লি সরকারের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola