ABP News

Rukmini Maitra : উত্তর কলকাতার নটী বিনোদিনী সরণির বাড়িতে রুক্মিণী মৈত্র। ফিরে দেখলেন কোন ইতিহাস ?

Continues below advertisement

ABP Ananda LIVE : উত্তর কলকাতার নটী বিনোদিনী সরণি। সেখানে বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তী অভিনেত্রী জীবনের শেষ সময়টা যে বাড়িতে কাটিয়েছিলেন, সেই বাড়িতেই হাজির রুক্মিণী মৈত্র। ইতিহাস ফিরে দেখলেন রুক্মিণী। তাঁর সফর ধরা রইল এবিপি আনন্দের ক্যামেরায়।

 

Howrah News: পুলিশ অফিসারের পর প্রোমোটার। ফের হাওড়ায় শ্যুটআউট

পুলিশ অফিসারের পর প্রোমোটার। ফের হাওড়ায় শ্যুটআউট। এবার লিলুয়ায় ফ্ল্যাটের সামনে গুলিবিদ্ধ হলেন রাজেশ সিং নামে এক প্রোমোটার। গতকাল রাত ১০টা নাগাদ আবাসনের সামনে দাঁড়িয়েছিলেন বছর ৪০-এর রাজেশ। অভিযোগ, হেলমেটে মুখ ঢাকা দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে সামনে থেকে তাঁকে গুলি করে। রাজেশের পেটে গুলি গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের CMRI হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ ব্যক্তিও এর আগে খুনের মামলায় জেল খাটেন। তাঁর বিরুদ্ধে অসামাজিক কাজেরও অভিযোগ ছিল। বর্তমানে প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন রাজেশ। ব্যবসায়িক শত্রুতা? নাকি পুরনো আক্রোশ থেকে গুলি, খতিয়ে দেখছে লিলুয়া থানার পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram