The Lord of the Rings: আমির খানের 'Thugs of Hindustan' সিনেমা নিয়ে কী মতামত এডওয়ার্ডসের?

Continues below advertisement

ABP Ananda LIVE: দ্য রিংস অফ পাওয়ার একটি আমেরিকান ফ্যান্টাসি ওয়েব সিরিজ যা প্রিমিয়ার হয়েছিল অ্যামাজন প্রাইমে । আমরা এই সিরিজটি সম্পর্কে আমরা জেনে নেব চার্লস এডওয়ার্ডস এবং চার্লি ভিকার্সের থেকে। চার্লি ভিকার্স লর্ড সৌরন চরিত্রে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন, চার্লস এডওয়ার্ডস বলেন যে তিনি যদি রিংস অফ পাওয়ারের অধিকারী হন তবে তাঁর চরিত্রে কী পরিবর্তন আনবেন। এডওয়ার্ডস 'Thugs of Hindustan' মুভি নিয়ে তাঁর চিন্তাভাবনাও শেয়ার করেছেন এবং প্রকাশ করেছেন কোন চরিত্রটি তিনি করতে পছন্দ করবেন। আরও জানতে, সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন।

আরও খবর...

রাস্তার স্বতঃস্ফূর্ত আন্দোলন আটকাতে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল রাজ্যের । পুলিশকে না জানিয়েই রাজ্য জুড়ে প্রতিবাদ, কী করব? সওয়াল কপিল সিব্বলের। আগামীকাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের । পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন, প্রতিবাদে তোলপাড় রাজ্যে এবার বার্তা মুখ্যমন্ত্রীর। 

এবার লালবাজার অভিযানে বামেরা।  সিপি-র পদত্যাগের দাবিতে বামেদের লালবাজার অভিযান। বামেদের লালবাজার অভিযান আটকাতে পুলিশের ব্যারিকেড, গার্ডরেল 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram