Entertainment Update: 'শাবাশ মিতু', 'কুলের আচার', এই সপ্তাহে মুক্তি পাচ্ছে কী কী ছবি আর ওয়েব সিরিজ?
Continues below advertisement
লকডাউন আর করোনার পর পরিচালক-প্রযোজকেরা ভেবেছিলেন, দর্শক হয়তো আর হলমুখী হবেন না। কিন্তু সেই ধারণাকে মিথ্যে করে দিয়েছেন বড়পর্দাপ্রেমী দর্শক। হলিউড থেকে শুরু করে বলিউড, তামিল এমনকি বাংলা ছবি দেখার জন্যও বারে বারে হলমুখী হয়েছেন দর্শকেরা। পরিচালক-প্রযোজকেরও অবশ্য হতাশ করেননি দর্শকদের। একের পর এক ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এই সপ্তাহে টলিউড আর বলিউড মিলিয়ে মুক্তি পাচ্ছে চারটি ছবি। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে আমরা উপহার পাব কোন কোন গল্প..
Continues below advertisement
Tags :
ABP Ananda Bollywood Tollywood Entertainment ABP Exclusive ABP Live ABP Live Exclusive Entertainment News Kuler Aachar Shabash Mithu ABP Ananda Ananta Janhit Me Jaari