EXCLUSIVE INTERVIEW: 'প্রেমের জন্য সময় নেই, অন্যায়ের প্রতিবাদ করতে সাংসদ হওয়ার প্রয়োজন পড়ে না', বলছেন মিমি

আগামীকাল, বৃহস্পতিবার সূর্যোদয়ের আগেই বাংলার ঘরে ঘরে বেজে উঠবে, 'আশ্বিনের শারদপ্রাতে'। কারণ কাল মহালয়া। রেডিওর পাশাপাশি টেলিভিশনের পর্দাতে অনুষ্ঠিত হবে মহিষাসুরমর্দিনী। আর পর্দায় প্রথমবারের জন্য দুর্গারূপে আত্মপ্রকাশ ঘটাবেন মিমি চক্রবর্তী। মহালয়ার স্মৃতি ছুঁয়ে দুর্গা সাজার অভিজ্ঞতা, কেরিয়ার, প্রেম, বিতর্ক, সাংসদ হিসাবে নতুন দায়িত্ব, এবিপি আনন্দ-তে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সব বিষয়েই আড্ডা খোলামেলা আড্ডা দিলেন অভিনেত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola