Jawan : নাচে গানে জমজমাট 'জওয়ান'-এর ফার্স্ট ডে ফার্স্ট শো ! তুঙ্গে শাহরুখ অনুরাগীদের উন্মাদনা
জওয়ান জ্বর ভারত জুড়ে। পাঠানের রেকর্ড ছাপিয়ে গেল জওয়ানকে ঘিরে দেশ জোড়া উন্মাদনায়। ভোর পাঁচটা থেকে কলকাতায় জওয়ানের সাফল্যের যাত্রা শুরু। কোথাও বাজছে ঢাক, কোথাও জওয়ানের সুরেই নাচছেন শাহরুখ অনুরাগীরা। জওয়ানের লুকেও শাহরুখের বহু অনুরাগী হাজির হয়েছেন সিনেমা হলে।