Filmstar: ১৮ বছরের ফিল্মি কেরিয়ার,বলিউডকে ভরসা দিচ্ছেন দীপিকা। ABP Ananda Live

Entertainment News: ১৮ বছরের ফিল্মি কেরিয়ার। ফিল্মোগ্রাফিতে এখনও পর্যন্ত। ৩৯ টি সিনেমা। আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায়। কল্কি এবং সিংহম এগেন। আইএমডিবি রেটিংয়ে শাহরুখ খানকে টপকে সেরা ১০০ ভারতীয় তারকার লিস্টে একদম প্রথম স্থানটি দখলে রাখেন যে নায়িকা, তাঁর উপরেই তো ভরসা করবে ইন্ডাস্ট্রি। বলিউডকে ভরসা দেয় যে জন, তাঁর নাম দীপিকা পাদুকোণ। না, শুধু বক্স অফিসের সাফল্যের অঙ্ক দিয়ে এই ভরসার বিচার হবে না। ধারাবাহিক ভাবে দীপিকা প্রমাণ করে এসেছেন, যে কোনও ভূমিকায় তিনি সমান সাবলীল। এই মুহূর্তে প্যান-ইন্ডিয়ান ফিল্ম কল্কি ছাড়াও দীপিকার অন্য যে। ছবিটির জন্য বলিউড সাগ্রহে অপেক্ষা করে রয়েছে, সেটি। সিংহম এগেইন। চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন, বক্স অফিসে। এবছর যে কটি বলিউডি ফিল্মের ভাল ব্যবসা করার সম্ভাবনা। রয়েছে, তার মধ্যে সিংহম এগেইন অন্যতম। রোহিত শেঠীর। কপ ইউনিভার্সে সিংহম এগেইন পঞ্চম ছবি। ২০১১-য় সিংহম এবং ২০১৪-য় সিংহম রিটার্নস বক্স অফিসে ধুন্ধুমার সাফল্য দিয়েছিল। কিন্তু তারপরে সিম্বা আর সূর্যবংশী মোটেই ভাল ব্যবসা করতে পারেনি। নিজের হিতের কথাই ভেবেছেন রোহিত। কপ ইউনিভার্সে নতুন পথ চলায়, ভরসা রেখেছেন পুরোনো ফর্মুলায়। আর বাজিরাও সিংহমের পাশে আইপিএস শক্তি শেঠীর চরিত্রে বাজি ধরেছেন দীপিকার উপরেই। ABPAnanda Live   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola