Film Star: টেক্কা, বহুরূপী, শাস্ত্রী-র মত ছবিগুলি পুজোর আবহে কী র্বাতা দেবে? ABP Anada Live
Entertainment: নাগরিক মিছিলে সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদ কোন পর্যায়ে যেতে পারে, দেখিয়ে দিল সারা বাংলা। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ বলেছেন, এবার পুজোয় হবে প্রতিবাদের উৎসব। প্রতিবাদের অন্য এক কন্ঠ এবার শোনা যাবে সিনেমার পর্দাতেও। টেক্কা, বহুরূপী, শাস্ত্রী-র মত ছবিগুলি পুজোর আবহে কী র্বাতা দেবে? আগামীতে আর কোন কোন সিনেমা-সিরিজের ব্যতিক্রমী প্লট থাকবে নজরে? টেক্কার কাহিনি কী শেখাবে দর্শকদের? ইকলাখের চরিত্রে হোস্টেজ ড্রামা টেক্কায় কী বার্তা দেবেন দেব? পুজো রিলিজের আবহে টেক্কাই কি হবে দেব-রুক্মিণী-স্বস্তিকা-সৃজিতের তুরুপের তাস? পিছু হটতে হটতে একটা সময় যখন মানুষের পিঠ ঠেকে যায় দেওয়ালে, তখন ঘুরে দাঁড়িয়ে প্রতিশোধের পথ খুঁজতে চায় সে। প্রতিকারও চায়। টেক্কার ট্রেলারে দেব অভিনীত ইকলাখের চরিত্রটি তেমনই এক প্রান্তিক মানুষের ছবি তুলে ধরেছে।