Filmstar: পানামা পেপার্স মামলায় তলব, ইডি দফতরে হাজিরা ঐশ্বর্যা রাই বচ্চনের | Bangla News

Continues below advertisement

ইডি অফিসে পৌঁছলেন ঐশ্বর্য রায় বচ্চন (Aishwarya Rai Bachchan)। পানামা পেপার্স মামলায় (Panama Papers Case) ঐশ্বর্য রায় বচ্চনকে তলব করল ইডি (ED)। সূত্রের খবর, ফেমা অর্থাৎ, ফরেন্স এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে আজই তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়। পানামা পেপার্স মামলায় ঐশ্বর্য ছাড়াও অমিতাভ বচ্চনসহ বহু বিশিষ্ট ভারতীয়র নাম ছিল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram