FilmStar: কলকাতায় এসে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলেন দিলজিৎ দোসাঞ্জ। ABP Ananda Live

Continues below advertisement

Entertainment: সোশাল মিডিয়ায় প্রবল ঝড় ওঠার পর অবশেষে মুখ খুললেন ঐশ্বর্যা রাই বচ্চনের বৌদি শ্রীমা রাই। কানজয়ী সিনেমা 'অল উই ইম্যাজিন অ্যাজ লাইট'-এর অভিনেত্রী দিব্যা প্রভা সমালোচকদের কটাক্ষের জবাবে সরব হলেন সংবাদমাধ্যমে। কলকাতায় এসে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলেন দিলজিৎ দোসাঞ্জ। ধনুষের করা মামলায় নয়নতারার আইনজীবী কি জবাব দিলেন মাদ্রাজ হাইকোর্টে?

 

 

সিনেমার পর্দায় অর্জুন সেন বলছে 'আই ওয়ান্ট টু টক'। অর্জুনের চরিত্রে অভিষেক বচ্চনের অভিনয় মুগ্ধ করছে দর্শকদের। তবে পরিচালক সুজিত সরকারেরও অনেক কিছু বলার রয়েছে তাঁর নতুন এই ছবি নিয়ে। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে একান্ত আড্ডায় সুজিতও বলছেন 'আই ওয়ান্ট টু টক'।

 

ওয়েব সিরিজে দুই ম্যাজিশিয়ান। বীরসা দাশগুপ্তর সিরিজ 'দ্য ম্যাজিক অফ শিরি'-তে জাদু দেখিয়ে মুগ্ধ করেছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী আর জাভেদ জাফরি। একান্ত আড্ডায় ফিটনেসের ম্যাজিক আর অভিনয়ের ম্যাজিকের নেপথ্য গল্প শোনালেন দুই তারকা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola