Film Star: মুক্তির পর ১৫ দিনের মধ্যে ১ হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলেছে কল্কি'।

Continues below advertisement

Entertainment News: ফাইনাল রেজাল্ট ডিসেম্বরের পর। তবে হাফ-ইয়ারলি মার্কশিটেও তো থাকবে নজর! ২০২৪-এর প্রথমার্ধে, বক্স অফিসের ব্যাঙ্কে, আয়ের অঙ্কে কোন সিনেমা টপার হল র‍্যাঙ্কে? শূন্য ভাঁড়ার কোন সিনেমার? ফ্লপের তকমা নিয়ে। কম বাজেটে লাভের গুড়ে কোন ছবি এগিয়ে? লগ্নীর বিচারে আয়-ব্যায়ের হিসেব নিকেশই সিনেমার সাফল্যের শেষ কথা। ২০২৪-এর প্রথম ৬ মাসে বড় পর্দায় যে ছবিগুলি মুক্তি পেয়েছে, সেগুলির ব্যবসার অঙ্ক কী বলছে? এবছর শুরু থেকেই বক্স-অফিসে লক্ষ্মীলাভের সুখ? নাকি ক্ষতির মূলে বড় পর্দায় দর্শক বিমুখ? চলুন, আজ নোটবুক-পেন্সিল নিয়ে সেই হিসেব নিকেশই সেরে ফেলা যাক। আয়ের অঙ্কে 'কল্কি - ২৮৯৮ এডি', ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের নিরিখে প্রায় ৬০০ কোটি টাকা বাজেটে তৈরি 'কল্কি'। মুক্তির পর ১৫ দিনের মধ্যে ১ হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এর মধ্যে শুধু হিন্দি ভার্সনেই ভারতীয় বক্স অফিসে। প্রায় ২৩০ কোটি টাকার ব্যবসা করেছে 'কল্কি'। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola