Film Star: হিন্দিই নয়, বাংলা সিরিজেরও লম্বা লিস্ট, প্রশ্ন শুধু, বিনোদনের অঙ্কে কে হবে হিট? | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ওটিটিতে সিনেমা-সিরিজের ভিড়ে, উত্তেজনা এখন কালীন ভাইয়াকে ঘিরে। তবে মির্জাপুর ছাড়াও আরও আছে ম্যাজিক। অঙ্কের ক্লাস থেকে মাদকের ব্যবসা, আর্থিক কেলেঙ্কারি...আর কিছু প্রেমের গল্প ট্র্যাজিক। ঘোষণার তালিকায় ওটিটিতে আরও আছে চমক। শুধু হিন্দিই নয়, বাংলা সিরিজেরও লম্বা লিস্ট। প্রশ্ন শুধু, বিনোদনের অঙ্কে কে হবে হিট?

অনস্ক্রিনেই শুধু নয়। অফস্ক্রিনেও আছে 'নিম ফুলের মধু'। শ্যুটিংয়ের অবসরে সিরিয়ালের প্লটের বাইরের গল্প শোনালেন মানসী, পল্লবী আর রুবেল।

বিগবস সেভেন্টিন-এর অন্যতম প্রতিযোগী ছিলেন অভিনেত্রী ইশা মালব্য। হিন্দি ধারাবাহিক থেকে বেশ কিছু মিউজিক ভিডিওয় তিনি দর্শকদের নজর কেড়েছেন। ফোটোশ্যুটের জন্য ক্যামেরার সামনে নতুন লুকে ধরা দিলেন ইশা।

 ছুটির দিনে সেরা আনন্দ শপিংয়ে। মন খুলে কেনাকাটা করতে গিয়েছেন মেঘা। চলুন, তাঁর সঙ্গে ঢুকেই পড়া যাক শপিং মলে।

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola