ফিল্মস্টার: নাটকে ফেলুদার ভূমিকায় ইন্দ্রাশিস রায়, ভ্যাকসিন এলেও মাস্ক পরা ভুললে চলবে না, বার্তা বিদ্যা বালনের
নাটকে ফেলুদা। অঙ্কুর নাট্যদলের উদ্যোগে ২ মার্চ জ্ঞানমঞ্চে মঞ্চস্থ হবে ‘গোলাপী মুক্তা রহস্য’। এই নাটকে ফেলুদার ভূমিকায় অভিনয় করবেন ইন্দ্রাশিস রায়।
বলিউড সূত্রে খবর, বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে অক্ষয় কুমার, বাণী কপূর, লারা দত্ত, হুমা কুরেশি অভিনীত ছবি বেলবটম।
ট্রিপল আর-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং শুরু করলেন এস এস রাজামৌলি। জুনিয়র এনটিআর, রামচরণ, অজয় দেবগন, আলিয়া ভাট অভিনয় করছেন এই ছবিতে।
কোভিড ভ্যাকসিন এসে গিয়েছে। কিন্তু করোনা রুখতে মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি আমাদের ভুললে চলবে না। সোশাল মিডিয়ায় বার্তা দিলেন বিদ্যা বালন।
১১ মাস বাদে আবার মঞ্চে ফিরছে ইউফোরিয়া। সোশ্যাল মিডিয়ায় পলাশ সেন জানালেন, গুরগাঁওতে লাইভ কনসার্ট করতে চলেছেন তাঁরা।
অভিনয়ের পাশাপাশি গানের চর্চাও করেন নমিত দাস। তাঁর বাবা গজল গায়ক চন্দন দাসের সুরে মোমিনের লেখা একটি গান গেয়ে পোস্ট করলেন তিনি।
বলিউড সূত্রে খবর, বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে অক্ষয় কুমার, বাণী কপূর, লারা দত্ত, হুমা কুরেশি অভিনীত ছবি বেলবটম।
ট্রিপল আর-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং শুরু করলেন এস এস রাজামৌলি। জুনিয়র এনটিআর, রামচরণ, অজয় দেবগন, আলিয়া ভাট অভিনয় করছেন এই ছবিতে।
কোভিড ভ্যাকসিন এসে গিয়েছে। কিন্তু করোনা রুখতে মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি আমাদের ভুললে চলবে না। সোশাল মিডিয়ায় বার্তা দিলেন বিদ্যা বালন।
১১ মাস বাদে আবার মঞ্চে ফিরছে ইউফোরিয়া। সোশ্যাল মিডিয়ায় পলাশ সেন জানালেন, গুরগাঁওতে লাইভ কনসার্ট করতে চলেছেন তাঁরা।
অভিনয়ের পাশাপাশি গানের চর্চাও করেন নমিত দাস। তাঁর বাবা গজল গায়ক চন্দন দাসের সুরে মোমিনের লেখা একটি গান গেয়ে পোস্ট করলেন তিনি।