কলাকুশলীদের স্বাস্থ্য বিমা সংক্রান্ত বিষয়ে মতপার্থক্যের জেরে আর্টিস্টস ফোরামের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন চারজন
কলাকুশলীদের স্বাস্থ্য বিমা সংক্রান্ত বিষয়ে মতপার্থক্যের জেরে আর্টিস্টস ফোরামের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন চারজন। এবিপি আনন্দকে জানালেন আর্টিস্টস ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়। তবে তিনি এও বলেন এখনো কারও পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন সপ্তর্ষি রায়, সোহন বন্দ্যোপাধ্যায়, রানা মিত্র ও সাগ্নিক সাঁতরা।
Tags :
Four Members Resigned Producers Arindam Ganguly Artsit Forum Tollygunge Shooting Abp Ananda Coronavirus