Gaurav Chakrabarty Exclusive: 'নিজের মেয়েকে বাধা দেবেন না, বরং ছেলেকে বোঝান নারীদের সম্মান করা জরুরি'
খবরের কাগজে ধর্ষণের খবর দেখলে পাতা উল্টে নেন তিনি, পড়েন না, চ্যানেল বদলে দেন। ২০২১ সালে দিল্লিতে ঘটে যাওয়া নির্ভয়াকাণ্ড দেশের আর সব মানুষের মত বিব্রত করেছিল তাঁকেও। সেই নামেই তৈরি হচ্ছে ছবি। চিত্রনাট্য শোনার পর চুপ করে বসেছিলেন কিছুক্ষণ, কথা বলতে পারেননি। একটা ১৩ বছরের মেয়ের গল্প এটা। তবে শৈশবের নয়, এই গল্প লড়াইয়ের। আগামীকাল মুক্তি পাচ্ছে অংশুমান প্রত্যুষের নতুন ছবি 'নির্ভয়া' (Nirbhaya)। একজন গণধর্ষণের শিকার হলে দোষীকে শাস্তি দেয় আইন। কিন্তু ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় নির্যাতিতাকে? সেই গল্পকেই পর্দায় তুলে ধরবে 'নির্ভয়া'। এবিপি লাইভের কাছে নতুন ছবিতে কাজ করার অভিজ্ঞতার গল্প শোনালেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)।
Tags :
ABP Ananda Nirbhaya Priyanka Sarkar ABP Live Gaurav Chakrabarty Anshuman Pratyush Gaurav Chakrabarty Exclusive