Gaurav Chakrabarty Exclusive: 'ভালো ছেলে নয়, এখন ধূসর চরিত্রে অভিনয়ের সুযোগ বেশি আনন্দ দেয়'

ধারাবাহিক দিয়ে কেরিয়ারের শুরু, আর এখন বড়পর্দায় জায়গা করে নিয়েছেন নিজের প্রতিভার জোরেই। অভিনয় করেছেন একাধিক চরিত্রে। তবে বেশিরভাগ ছবিতেই তাঁর চরিত্র একেবারে আদর্শ নায়কের। সেই 'ভালো ছেলে'-র ইমেজ বদলানোর সুযোগ এনে দিয়েছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'। দার্জিলিংয়ের এক বাংলোয় একটা পরিবারের গল্প বলবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'। পর্দার পরিবারের ছোট ছেলের ভূমিকায় অভিনয় করছে গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। অভিনেতা বলছেন, 'ছবিতে আমার চরিত্রটা ভীষণ মজা করতে ভালোবাসে। হইহুল্লোড় করতে ভালোবাসে। দীর্ঘদিন বাইরে থেকে কাজ করেছে, সেখানে একটা বিয়েও করেছে। অনেকদিন পরে পরিবারের সবার সঙ্গে দেখা হচ্ছে তাঁর। কিন্তু এই চরিত্রটার একটা ধূসর দিকও রয়েছে। অনেকদিন 'ভালো ছেলে'-র চরিত্রে অভিনয় করেছি। আমার মনে হয়, দর্শকদের কাছেও এই ব্যাপারটা একটু একঘেয়ে হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে একজন অভিনেতা হিসেবে ধূসর চরিত্র আমার কাছে বেশ লোভনীয়। খুব আনন্দ হয় পর্দায় ধূসর চরিত্রকে ফুটিয়ে তুলতে পারলে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola