Holi 2022: বাঁদুরে রঙ, ভাংয়ের গুলি, রঙ উঠতে এক সপ্তাহ, শৈশবের দোল ফিরে দেখলেন অনির্বাণ-ধ্রুব

Continues below advertisement

একসময় দোল বলতে ছিল উৎসব, আনন্দ, পাগলামি। শৈশবের রঙ মেখে রঙিন হয়ে ওঠার দিন। আর এখন, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার ভিড়ে যেন হারিয়ে গিয়েছে দোলের সেই নির্মল আনন্দ। কাজের চাপ, খ্যাতি এই সবের মধ্যে আর বাঁদুরে রঙে দোল খেলা হয় না। হোলি যে এখন বড্ড ফিকে। কেমন ছিল তারকাদের ছোটবেলার দোল? খ্যাতির আলোয় কী ফিকে হয়ে গিয়েছে লাল, নীল, হলুদ রঙের আনন্দ? দোলের একাল সেকাল, গল্পে অনির্বাণ-ধ্রুব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram