শীতে কেমন সাজে সাজবেন? কেমন হবে ফ্যাশন স্টেটমেন্ট? এবিপি আনন্দে শীতের সাজসজ্জা নিয়ে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত
শীতের সাজে রঙের বাহার। যত্ন করে রাখা শীত পোশাকগুলো বছরে একবারই খোলা হাওয়ায় আসে। শীতের আমেজ গায়ে মেখে এবিপি আনন্দে ঋতুপর্ণা সেনগুপ্তর এক্সক্লুসিভ ফ্যাশন টিপস।