দর্শক কম হওয়ায় আপাতত বন্ধ হচ্ছে প্রিয়া, মেনকা, অজন্তা, অশোকা, বসুশ্রীর মতো সিনেমা হল
খুবই কম দর্শক সংখ্যা, সামলানো যাচ্ছে না ক্ষতির ধাক্কা। দাবি মালিকদের। আপাতত বন্ধ হল প্রিয়া, মেনকা, অজন্তা, অশোকা, বসুশ্রীর মতো সিঙ্গল স্ক্রিন। আশঙ্কায় পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীরা। করোনা আবহে প্রায় সাতমাস বন্ধ থাকার পর সবুজ সঙ্কেত মিলেছিল সিনেমা হল খোলায়। সরকারি নির্দেশমতো গত ১৫ অক্টোবর মাল্টিপ্লেক্স খুললেও খোলেনি সব সিঙ্গল স্ক্রিনের দরজা! এদিকে, রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ৫৩ জনের। সংক্রমিত ৩ হাজার ৬৩৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। শনিবারও ৫০ ছাড়াল রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা।